খুলনায় বেকোর আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ রিপোটার ঃ বিশ্বব্যাপী পরিচিত এবং ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড বেকো রবিবার ১২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ে সিঙ্গার বেকোর নিজস্ব শোরুমে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন হেড অফ অডিট শাহেদ আল মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আধুনিক জীবনযাত্রার প্রয়োজন মেটাতে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী ডিজাইন নিয়ে তৈরি বেকো। এর মাধ্যমে সিঙ্গার ও বেকো গ্রাহকদের জন্য নিয়ে এসেছি এমন এক সমাধান যা সময় বাঁচায়, শক্তি সাশ্রয় করে এবং দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং আরামদায়ক করে তোলে। বেকো সবসময়ই টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। এর পর সড়কে র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম, প্রোডাক্ট ম্যানেজার জাহিদুল হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ।