খুলনা শহর এলাকার উন্নয়ন(সিসিএইউডি) শীর্ষক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সম্পর্কিত সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের ‘‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকার উন্নয়ন (সিসিএইউডি)’’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সম্পর্কিত এক সভা রবিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মোঃ ফিরোজ সরকার। বাংলাদেশ সরকার, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) ও কেসিসি যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করছে। প্রকল্পের আওতায় মহানগরীর দৌলতপুরে শহর রক্ষা বাঁধ ও মহেশ^রপাশা শ্মশান ঘাট এলাকায় বাঁধ নির্মাণ, গুরুত্বপূর্ণ ৪টি খাল খনন ও খালের উভয় পাড় বাঁধাই, ১৭টি পুকুর সংস্কার ও পাড় বাঁধাই, সোনাডাঙ্গা বাইপাস রোড উন্নয়নসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪’শ ৯১ কোটি টাকা। চলতি জানুয়ারি মাসে প্রকল্পের ডিজাইন প্রণয়ন কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। কাজের অগ্রগতিতে প্রশাসক মো: ফিরোজ সরকার সন্তোষ প্রকাশ করেন এবং নগরবাসীর জন্য অতি গুরুত্বপুর্ণ এ প্রকল্পটি যথাসময়ে সমাপ্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব শরীফ আসিফ রহমান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রকল্পের জিআইএস অফিসার ফেরদাউস হুসাইন, সেফগার্ড অফিসার মো: নাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, পরামর্শক প্রতিষ্ঠানের টীম লিডার ড. অশিত কে. মোহান্তি, ডেপুটি টীম লিডার মো: আসাদুল মান্নান, প্রজেক্ট ডাইরেক্টর ক্রিস্টিয়ান কুকম্যান, কর্মকর্তা অঞ্জলি বুটনার, জেসপার ম্যাথিউ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।