দুনীর্তির দায়ে ওজোপাডিকোর এক কর্মকর্তাকে শোকজ

স্টাফ রিপোর্টারঃ ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মুরশীদ আলম হাতেনাতে একজন উপ-সহকারি প্রকৌশলীর অনিয়ম ধরার পর তাকে শোকজ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগের ভিত্তিতে তিনি তদন্ত করে অভিযোগটি সত্যতা পান। পরে আমিনুল ইসলাম নামের একজন উপ-সহকারি প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। সোমবার বিকেলে এ শোকজ করা হয়। তবে তার বিরুদ্ধে বাকী অভিযোগগুলো তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্বাহী প্রকৌশলী জানান। তিনি জানান, ওই কর্মকর্তা ব্যক্তিগত সুবিধার জন্য এক মিটার অন্য স্থানে স্থাপন করেছেন। এটা দুর্নীতি। বৈষম্য বিরোধী ছাত্র নেতা সাইদুল ইসলাম রাজু, মিরাজ হুসাইন, নিশি, সালমানসহ আরো অনেকে জানান, রূপসা স্ট্যান্ড রোডে ওই প্রকৌশলীর বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ ওঠে। দীর্ঘ চার মাস ধরে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়। তাই এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তারা পাওয়ার হাউজমোড়স্থ অফিসে জড়ো হয়। পরে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের পর তারা অফিস ত্যাগ করে।