দৌলতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু

# অনিয়ম ও দুর্নীতির সঠিক তদন্তের দাবি অভিযোগকারীসহ সচেতন এলাকাবাসীর #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাকসুদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র মঞ্জুর আহসান শিপলু। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা যাচাইয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের তদন্তের কার্যক্রম শুরু করেন। এ সময় অভিযোগকারী মঞ্জুর আহসান শিপুল অভিযুক্ত প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রমানাদী ও যুক্তিতর্ক উপস্থাপন করেন। একই সাথে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জোরালো দাবি জানিয়েছেন অভিযোগকারীসহ সচেতন এলাকাবাসী। বিদ্যালয়টি অনিয়মের ব্যাপারে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীর অভিভাবক রিয়া জানান, বিদ্যালয়ে পড়াশুনার মান সন্তোষজনক। ম্যাডামরা ক্লাসে বসে ঠিক মতো ক্লাস নেয় না, মোবাইল চাপাচাপিতে ব্যস্ত থাকে। আমরা চাই বিদ্যালয়ে পড়াশুনার সঠিক পরিবেশ ফিরে আসুক। অপর এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনেক অভিভাবক বিদ্যালয়ের খোলা জায়গায় এসে দাঁড়িয়ে থাকে, বসার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া বিদ্যালয়টিতে লেখাপড়ার মানও সন্তোষজনক নয়। আমরা চাই যেন বিদ্যালয়টিতে পড়াশুনার সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র মঞ্জুর আহসান শিপলু জানান, দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমি একটি অভিযোগ দাখিল করি। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয়ে ওই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত টিম আসে এবং তদন্তের কার্যক্রম শুরু করে। আমি তদন্ত টিমের নিকট অভিযুক্ত প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রমানাদী ও যুক্তি উপস্থাপন করি। তদন্তপূর্বক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চাই আমরা। বিদ্যালয়টির সার্বিক বিষয়ে সুন্দর পরিবেশ ফিরে আসুক এমনটাই প্রত্যাশা করি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাকসুদুল হকের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ন ভিত্তিহীন ও অনুমান নির্ভর। ওই বিষয়টি নিয়ে তদন্ত চলমান, তদন্ত শেষ হলে প্রকৃত সত্য মিথ্যা বেরিয়ে আসবে। এ বিষয়ে জানতে চাইলে খুলনা সদর, খুলনার থানা প্রাথমিক শিক্ষা অফিসার ও তদন্তকারী কর্মকর্তা মো. শাহাজাহান জানান, প্রধান শিক্ষক মাকসুদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। আমরা (তদন্ত টিম) সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১ টায় সরেজমিনে সেই তদন্ত কার্যক্রম পরিচালনা করছি, তদন্ত চলমান রয়েছে।