স্থানীয় সংবাদ

কুয়েটে দুই দিনব্যাপি জাতীয় পর্যায়ে চাকুরীর মেলার উদ্বোধন

# অংশগ্রহণ করেছে দেশের স্বনামধন্য ১৯টি প্রতিষ্ঠান #
# ব্যাপক সাড়া ফেলেছে প্রথম দিনেই ; প্রায় ৮শ সিভি জমা পড়েছে #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ কুয়েটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের চাকুরী মেলা-২০২৫। দুই দিনব্যাপি এই চাকুরীর মেলায় দেশের সুনামধন্য নামিদামী ও দেশ বরেণ্য ১৯টি কোম্পানী অংশগ্রহণ করেছে। প্রথম দিনে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে প্রায় ৮শ সিভি জমা পড়েছে। গতকাল ১৩ জানুয়ারী সোমবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রং বেরংয়ের বেলুন উড়িয়ে জাতীয় পর্যায়ের এ চাকুরীর মেলার শুভ উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরিফুল আলম। কুয়েটের স্প্রেকট্রাম ক্লাব(এ প্রফেশনাল স্কিল ডেভোলমেন্ট ক্লাব অব কুয়েট) আয়োজন করেছে ১৩ ও ১৪ জানুয়ারী দুই দিনব্যাপি জাতীয় পর্যায়ে চাকুরীর মেলা-২০২৫। গতকাল ১৩ জানুয়ারী সকালে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ ১৪ জানুয়ারী সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে যা চলবে সন্ধ্যা ৭টায় পর্যন্ত। আয়োজনকারী সংগঠন স্প্রেকট্রাম ক্লাবের প্রেসিডেন্ট নাহিয়ান ইমদাদ লামীম দৈনিক প্রবাহকে বলেন, কুয়েটে এই প্রথম বারের মতো আমরা আয়োজন করেছি জাতীয় পর্যায়ে চাকুরীর মেলা-২০২৫। দেশের যে কোন প্রান্ত থেকে চাকুরী প্রত্যাশীরা এ মেলায় সরাসরি অংশগ্রহণ করে তাদের সিভি জমা দিতে পারবে। আমাদের এ আয়োজনে সাড়া দিয়ে দেশের নামীদামী সুনামধন্য ১৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে আছে হামিম গ্রুপ, হ্যামকো গ্রুপ, ক্রাউন সিমেন্ট, বিএসআরএম, ব্রাক ব্যাংক, এ্যাপেক্রা, আকাংখা ডেভোলপার লিমিটেড, এক্রোল টেকনোলোজিস, এসিআই মটরস, লিংক-৩, মেঘনা গ্রুপ অফ ইন্ড্রাসট্রিজ, মেট্রোসেম সিমেন্ট, নাভানা, গ্লোবাল, সুমিট কমিনেশন লিমিটেড, টাইগার। প্রেসিডেন্ট লামীম জানিয়েছে উদ্বোধনী দিনে ১৯টি স্টলের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৮শ সিভি জমা পড়েছে। আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশী সাড়া পাচ্ছি আমরা। মুলত এ আয়োজনটি যারা গ্রাজুয়েট হচ্ছে তাদের সাথে দেশ বরেণ্য প্রতিষ্ঠান গুলোর সাথে যাতে পরিচিত হতে পারে। এ আয়োজনের লক্ষ হচ্ছে স্কিল ডেভোলমেন্ট। এখানে এসে গ্রাজুয়েটরা তাদের সিভি জমা দিয়ে চাকুরীর সুযোগ পাবে। এ মেলা ১৪জানুয়ারী সন্ধ্যায় কাউন্ট ডাউনের মধ্যে দিয়ে শেষ হবে। প্রথমবারের মতো আয়োজন করে ব্যপোক সাড়া পড়েছে চাকুরী প্রত্যাশীদের মাঝে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button