বকুলের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ

# খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগ #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল সকাল ১০ ফুলবাড়ীগেট আলিম মাদ্রাসায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। অনুষ্ঠানে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, ফুলবাড়ীগেট আলিম মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, থানা বিএনপি নেতা হেলাল শরীফ, ইমদাদ হোসেন, থানা মহিলা দলের আহ্বায়ক মলি চৌধুরী, সদস্য সচিব রেশমি আক্তার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন সদস্য সচিব ইমদাদ মোড়ল, থানা যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল,শাহরিয়ার মাসুম খান, শ্রমিকদল নেতা আব্দুল বারেক হাওলাদার, আফজাল হোসেন, শাহাবুদ্দিন বুদ্ধি, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, মনির হাওলাদার, মৃদুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দিনব্যাপি এ কম্বল বিতরণ অনুষ্ঠানে মীরেরডাঙ্গা আলীম মাদ্রাসা, পশ্চিম সেনপাড়া মোহাম্মাদিয়া নূরানী প্রি ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানা , মিরেরডাঙ্গা আমেনা হালিমা (রাঃ) নূরানী ও হাফেজি কওমি মহিলা মাদ্রাসা, যোগীপোল পশ্চিম পাড়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, যোগীপোল আদর্শ নূরানী হাফেজী মাদ্রাসা, ফুলবাড়ীগেট দিবানৈশ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র কেন্দ্রী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্জ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে উপহারের কম্বল তুলে দেওয়া হয়।