দলের নামে চাঁদাবাজী করলে ছাড় নয় ঃ খুলনা বিএনপি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ধান চাল বণিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় নগর বিএনপির দুই শীর্ষ নেতা হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, বিএনপির নামে চাঁদাবাজী করলে তাকে ছাড় দেওয়া হবে না। একইসাথে ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা করার ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতায় বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানিয়ে দিয়েছেন। প্রধান অতিথির বক্তৃতায় নগর বিএনপির আহবায়ক এড. এসএম শফিকুল আলম মনা বলেন, ‘নানা অভিযোগে ইতোমধ্যে খুলনা নগর বিএনপি থেকে ৫৪জনকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির বিরুদ্ধে অভিযোগ থাকায় কমিটি ভেঙ্গে দিয়ে আবার নতুন কমিটি করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন না বুঝেই এস আলমের গাড়িতে ওঠায় তাকেও শোকজ করা হয় ’।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর বড় বাজারের ধান চাল বণিক সমিতি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি আলহাজ্ব মুনীর আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, খুলনার ব্যবসায়ীদের মাধ্যমে এ অঞ্চলে দীর্ঘদিনের যে আর্থ সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে তা’ যেন কোন ব্যক্তি বা দলের অযাচিত হস্তক্ষেপে বিঘিœত না হয় সেজন্য নগর বিএনপি’র সজাগ দৃষ্টি রাখতে হবে।
সভাপতি আলহাজ্ব মুনীর আহমেদ বলেন, এক সময়ের সন্ত্রাস-চাঁদাবাজীর কারণে খুলনার ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়েছিল। আবারো সে অবস্থার সৃষ্টি হলে খুলনার ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিবে। অর্থনৈতিক নাজুক অবস্থা দেখা দেবে। এসব বিষয়ে সবার সজাগ দৃষ্টি কামনা করেন এই ব্যবসায়ী নেতা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধান চাল বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাইমেন হোসেন কালু, সমিতি নেতা এসএম ফারুক, বিদ্যুৎ দাস, সৈকত আহমেদ রাজু, গোপাল সাহা, প্রসীদ সাহা, তাজুল ইসলাম পাটোয়ারী, আবুল হোসেন, রূপক ভৌমিক, বাসুদেব কুন্ডু, ইলিয়াস হোসেন মিন্টু, প্রধান উপদেষ্টা আলহাজ্ব রকিব আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্যারিস, মুরাদুজ্জামান, মুন্সী মুরাদুল ইসলাম প্রমুখ।