স্থানীয় সংবাদ
মানিকতলায় এক কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ১৩ জানুয়ারি সন্ধ্যায় মানিকতলা মোড় থেকে মোঃ আল আমিন হাওলাদার (২৯) নামের মাদক কারাবরীকে গ্রেফতার করেছে। তাকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। সে পশ্চিম সেনপাড়ার বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে। এ ঘটনায় এসআই হাবিবুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন এসআই রবিউল ইসলাম বলে ওসি মীর আতাহার আলী জানান। তিনি জানান, গ্রেফতারকৃত আল আমিনের পুরো পরিবার মাদকের সাথে জড়িত। ইতোমধ্যে তার মা, বোনকে গ্রেফতার করা হয়। এ পরিবারটি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত বলে তিনি জানান।


