স্থানীয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজল একদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টারঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মহানগরের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে একদিনের রিমান্ড নিয়েছে পুলিশ। মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -২ এর বিচারক মো: আল আমিন তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার এস আই সিরাজুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত মহানগর ছাত্রলীগ নেতা রনবীর বাড়ৈ সজলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করে প্রেরণ করা হলে আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, ২০২৩ সালের ২২ অক্টেবর খালিশপুর থানার বৈকালী এলাকার বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে গেল বছরের ৩০ আগষ্ট ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শেখ নুরুল ইসলাম মামলাটি দায়ের করেন, যার নং ১০। ছাত্রলীগের এ নেতা এ মামলার ৬১ নং আসামি। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রিমান্ডে পেয়েছি। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন। উল্লেখ্য, ২৭ ডিসেম্বর বাগেরহাট জেলার মোংলা উপজেলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করে খুলনা মহানগর ডিবি পুলিশ। তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন ও জেলার কয়েকটি থানায় একধিক মামলা রয়েছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এ নেতা খুলনা নগরীর ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button