স্থানীয় সংবাদ

কুয়েটে দুই দিনব্যাপি জাতীয় পর্যায়ে চাকুরীর মেলা সম্পন্ন

# অংশ নেওয়া ১৯টি প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার সিভি জমা

খানজাহান আলী থানা প্রতিনিধি : দেশের বিভিন্ন নামিদামী সুনামধন্য দেশ বরেণ্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিতে কুয়েটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের চাকুরী মেলা-২০২৫। দুই দিনব্যাপি এই চাকুরীর মেলায় দেশের করপোরেট, বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থাসহ ১৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গতকাল ১৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় এ মেলা সমাপনী অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারে দুই দিনব্যাপী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে অফ লাইন ও অনলাইনে প্রায় ৫ হাজার সিভি জমা পড়েছে। গতকাল ১৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় পর্যায়ের চাকুরি মেলা-২০২৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো- ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েট স্পেকট্রামের মডারেট বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. মোঃ শরীফুল ইসলাম। স্পেকট্রামের জুনিয়র এক্সিকিউটিভ জুনায়েত আল রাইয়ান ও রাইজা অহনার সঞ্চলনায় অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি ছিলেন সহকারী পরিচালক (পরিচালক ছাত্রকল্যাণ) শাহ মোঃ আজমত উল্লাহ ও ফাহিম ইসলাম অনিক । এর আগে বিকাল সাড়ে ৪টায় ক্যারিয়র সেশনে গেস্ট স্পিকার হিসেবে আলোচনা করেন হামিম গ্রুপের ম্যানেজার এইচআর উন্মে আফিয়া আকতার ও এক্সেল টেকনোলজিস এর হেড অফ এইচআর হিমেল দত্ত নিউটন। ক্যারিয়ার সেশন সঞ্চালনা করেন স্পেকট্রামের ব্যবস্থাপনা পরিচালক রাব্বি মোল্যা ও জুনিয়র এক্সিকিউটিভ নাজিফা সিয়ারা। বক্তৃতা করেন স্প্রেকট্রাম ক্লাবের প্রেসিডেন্ট নাহিয়ান ইমদাদ লামীম।
কুয়েটের স্প্রেকট্রাম ক্লাবের(এ প্রফেশনাল স্কিল ডেভোলমেন্ট ক্লাব অব কুয়েট) আয়োজনে ১৩ ও ১৪ জানুয়ারী আয়োজনকারী সংগঠন স্প্রেকট্রাম ক্লাবের প্রেসিডেন্ট নাহিয়ান ইমদাদ লামীম বলেন, কুয়েটে এই প্রথম বারের মতো আমরা আয়োজন করেছি জাতীয় পর্যায়ে চাকুরীর মেলা-২০২৫। দেশের যে কোন প্রান্ত থেকে চাকুরী প্রত্যাশীরা এ মেলায় সরাসরি অংশগ্রহণ করে তাদের সিভি জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে তাদের সিভি জমা দিয়েছেন। কুয়েটসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের প্রায় ৫ হাজার সিভি জমা পড়েছে। দুই দিনব্যাপী জাতীয় চাকুরী মেলায় দেশের নামীদামী সুনামধন্য ১৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে আছে হামিম গ্রুপ, হ্যামকো গ্রুপ, ক্রাউন সিমেন্ট, বিএসআরএম, ব্রাক ব্যাংক, এ্যাপেক্রা, আকাংখা ডেভোলপার লিমিটেড, এক্রোল টেকনোলোজিস, এসিআই মটরস, লিংক-৩, মেঘনা গ্রুপ অফ ইন্ড্রাসট্রিজ, মেট্রোসেম সিমেন্ট, নাভানা, গ্লোবাল, সুমিট কমিনেশন লিমিটেড, টাইগার উল্লেখ যোগ্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button