স্থানীয় সংবাদ
দৌলতপুরে প্রার্থী পলাশ’র প্রতীক গ্রহন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর বাজার বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার(১৪ জানুয়ারী) সকালে সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতীক গ্রহন করেছেন আসন্ন নির্বাচনে সহঃ সাঃ সম্পাদক প্রার্থী মো. পলাশ শেখ। প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি বাজার ব্যবসায়ীদের সাথে সাক্ষাত করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা বানিজ্য করার কারণে ব্যবসায়ীদের সাথে সু-সম্পর্ক গড়ে উঠেছে। আমি ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকেছি। বাজার ও ব্যবসায়ীদের সার্বিক কল্যানে কাজ করেছি। প্রার্থী হিসাবে আমার চাওয়া, আপনাদের (ব্যবসায়ীদের) সেবা করার জন্য আমাকে দোয়া ও সমর্থন করবেন। আমি নির্বাচিত হলে বাজার ও ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করবো ইনশাল্লাহ ।