দৌলতপুরে বিএসটিআই’র থ্রি স্টার বেকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুরে বিএসটিআই’র এর পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে সোমবার (১৩ জানুয়ারি) দৌলতপুর ও খান জাহান আলী থানা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সূত্রে জানা যায়,দৌলতপুরের বিএল কলেজ স্টেশনের পাশে অবস্থিত থ্রি স্টার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করার জন্য বিএসটিআই সহকারী পরিচালক (সিএম) মনির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর থ্রি স্টার বেকারি তে গিয়ে দেখা যায় বিএসটিআইয়ের মানদ-ের বহির্ভূত খাদ্য সামগ্রী উৎপাদন করছে। মাথায় হেট ক্যাপ ও মুখে মাক্স ছাড়া খাদ্য সামগ্রী প্রস্তুত করছে উৎপাদনকারী শ্রমিকরা। তাদের স্বাস্থ্য পরীক্ষার কোন সনদ ছিল না। বিএসটিআই গুণগতমান ঠিক রেখে হাত ধোয়ার জন্য বেসিন ও হ্যান্ডওয়াশ ব্যবহারের দিকনির্দেশনা দিয়েছেন। পরবর্তীতে যদি নোংরা ভাবে খাদ্য সামগ্রী উৎপাদন করা হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে সতর্ক করেন। এছাড়াও দৌলতপুর আঞ্জুমান রোডে মেসার্স আঞ্জুমান অয়েল মিল পরিদর্শন করে,দৌলতপুর বাজার তুলা পট্টি মেসার্স ইমন ট্রেডার্স নামের সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করে, দৌলতপুরে রেলগেটে তৃষা সুইট এন্ড ডেয়ারী, ফুলবাড়ী গেট খানজাহান আলী মিসেস ভাই ভাই ফ্লাওয়ার মিল লাইসেন্স গ্রহণের তাগিদ দেন। তারা দ্রুত সময়ের মধ্যে বিএসটিআই নিয়ম মেনে লাইসেন্স গ্রহণ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেন। এ সময় ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নান অভিযানে অংশ গ্রহন করেন।