স্থানীয় সংবাদ
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও স্বীকৃতির দাবিতে নগরীতে লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও স্বীকৃতির দাবি জনগণের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার জহুরুল তানভীর এর নেতৃত্বে একটা প্রতিনিধি টিম মঙ্গলবার সকাল ৯ টা থেকে খুলনার প্রাণকেন্দ্রের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জনবহুল পয়েন্ট গুলোতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এর মধ্যে খুলনা আলিয়া মাদ্রাসা, খুলনা জেলা স্কুল, খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা সেন্ট যোসেফ স্কুল, খুলনা করোনেশন গার্লস স্কুল ও খুলনা পাইওনিয়ার কলেজ অন্যতম।