গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে ছাত্র-জনতার বিপ্লব শতভাগ সফল হবে

# বাস্তহারা এলাকায় শীতের কম্বল বিতরণকালে তুহিন #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে অচলাবস্থা ও জনগণের মধ্যে অস্থির অবস্থা কাটিয়ে উঠতে নির্বাচনের দিকে হাঁটতে হবে। বাজারে আগুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ব্যবসা-বাণিজ্যের অচলাবস্থা, জনগণের মধ্যে অস্থির অবস্থা এগুলো কাটিয়ে উঠতে নির্বাচনের দিকে হাঁটতে হবে। যদি চলতি বছরের মধ্যে নির্বাচন করতে পারি, তাহলে আমাদের প্রত্যাশা আমরা এসব সংকট থেকে মুক্ত হব। তাই এখন সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা। গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। বর্তমান সরকার দেশকে দোসরমুক্ত করতে ব্যর্থ হয়েছে, চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলার কারণে দেশবিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে। এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই ছাত্র-জনতার বিপ্লব শতভাগ সফল হবে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে খালিশপুর থানার অর্ন্তগত ৯নং ওয়ার্ডে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান এক্যফ্রন্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। দুই সহস্রাধিক শহীদের রক্তে অর্জিত বিপ্লবকে সফল করতে বিএনপি বদ্ধ পরিকর। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন দেশের প্রতিটি সংঙ্কটে বিএনপি দেশ ও দেশের জনগণের পাশে দাড়িয়েছে। শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন এড. শফিকুল আলম মনা, বদরুল আনাম খান, শেখ সাদী, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, হাবীবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, সত্যনন্দ দত্ত, গোলঅম মোস্তফা ভুট্টোম কাজী শামীম, শেখ আব্দুল হালিম, শেখ আব্দুল করিম, জলি প্রমূখ।