স্থানীয় সংবাদ

রূপসা ও তেরখাদা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের গনসংযোগ

স্টাফ রিপোর্টার : ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহবায়ক কদরুল হাসানের নেতৃত্বে খুলনার রুপসা ও তেরখাদা উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় খুলনা তেরখাদা উপজেলা বাজার থেকে লিফলেট বিতরণ শুরু হয় এবং রুপসা উপজেলার বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চলমান থাকে। লিফলেটের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচারের অঙ্গীকারসহ ৭ দফা দাবি ঘোষনাপত্রে অন্তর্ভুক্তির দাবি জানান। এসময় তারা ছাত্র জনতার মাঝে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক কদরুল হাসান, যুগ্ম আহবায়ক শামীম, সংগঠক- লিওন,রুমি,রিপন, ফেরদৌস, নাগরিক কমিটির সদস্য আব্দুল কাদের সহ আরো অনেকে। রূপসা ও তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে তারা পথসভা করেন। পথসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক কদ্দরুল হাসান বক্তব্য রাখেন। তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী আমরা একটা ঘোষণাপত্র জারি করতে চেয়েছিলাম। সরকার সেই ঘোষণাপত্র জারির দায়িত্ব নেয়। কিন্তু সেই বিষয়ে এখনো প্রকাশ্য কোনো পদক্ষেপ দেখতেছি না। জুলাই বিপ্লব রক্ষার জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন। তাই আমরা সাংবিধানিক ভিত্তির দাবিতে জনসচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করছি। গণসংযোগ পরবর্তীতে রুপসা ও তেরখাদা উপজেলা প্রশাসন ও থানার কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসক ও থানার ওসিদের সাথে সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button