খুলনায় পুনক শিল্প ও বাণিজ্য মেলা মাঠের কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ “খুলনা পুনক শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫”এর অবকাঠামো কাজের উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে মেলা মাঠে অনুষ্ঠিত হয়। বাঁশ পুতে ও দোয়ার মধ্য দিয়ে মাস ব্যাপী এ মেলার মাঠ তৈরীর কাজের উদ্বোধন করেন কেএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) খান মনিরুজ্জামান মিঠু। এ সময় অংশ নেন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সমাজ কল্যাণ সমিতির সভাপতি শরীফ আতিয়ার রহমান, সাঃ সম্পাদক লোকমান আহমেদ, সোনাডাঙ্গা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, ইভেন্ট ম্যানেজম্যান্ট মনিরুল ইসলাম মন্টু। সোনাডাঙ্গা আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির মাঠে অনুষ্ঠিত এ মেলার আয়োজনে রয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুণাক) খুলনা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টল ও প্যাভিলিয়ন মালিকগণ। আগামী ৩১ জানুয়ারী মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন মিসেস আইজিপি।