স্থানীয় সংবাদ

খুলনায় আওয়ামী লীগ নেতা সোহাগ রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে হুমকি এবং মিছিলে হামলার মামলা

স্টাফ রিপোর্টার : খুলনা সদর থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে হুমকি এবং মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহাবুব আলম সোহাগকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের এস আই বিধান চন্দ্র রায় বলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগকে খুলনা থানায় দায়ের হওয়া একটি হুমকি ও মিছিলে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করলে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, সেখ রফিকুজ্জামানের ছেলে শেখ রাফসান জানী খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি আযমখান কমার্স কলেজের সমন্বয়ক ছিল। ২০২৪ সালের ২৭ জুলাই নগরীর শিববাড়ী মোড়ের দুর্জয় স্থাপনার ওপর ‘স্টেপ ডাউন হাসিনা’ লেখা ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সরকারের পতন ঘটানোর ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ৩০ জুলাই পুলিশের মাধ্যমে তাকে সার্কিট হাউজে ডেকে নেয় স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ। ঐদিন রাতে তাকে আন্দোলন থেকে সরে আসার জন্য হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়। তাদের হুমকির মুখে রাত সাড়ে ১২ টার দিকে ছাত্ররা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হয়। ৪ আগস্ট বিকেল ৩ টার দিকে রাফসান জানীসহ ছাত্রদের একটি বিশাল মিছিল রূপসা ঘাট থেকে নতুন বাজার হয়ে শিববাড়ি মোড়ে যাওয়ার পথে ফাতেমা স্কুলের সামনে পৌছালে আসামি মো. রফিক ওরফে কসাই রফিক ও সুমন ওরফে ভিপি সুমনসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন আসামি শটগান, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলটির ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা পরপর দুটি গুলি করলে জানীর বুকের বামপাশে ও ডানহাতে গুলিবিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সহকার্মীরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের ভয়ে পরিবারের সদস্যরা গোপনস্থানে নিয়ে চিকিৎসা করায়। পরবর্তীতে সরকারের পতন হলে ২৯ আগস্ট এ ঘটনায় রাফসান জানীর পিতা রফিকুজ্জামান বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাতে মাহাবুব আলম সোহাগকে নগরীর শান্তিধাম মোড় এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button