স্থানীয় সংবাদ

মোংলার রাস্তায় নছিমন উল্টে চালকসহ নিহত২ : আহত-৫

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলায় ভোররাতে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন (থ্রি হুইলার) উল্টে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের উদ্ধার করে প্রথমে মোংলা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে মোংলা উপজেলার গাছির মোড় নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা গ্রামের জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)। স্থানীয়দের বরাত দিয়ে মোংলা থানার ওসি আনিছুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোররাতে মোংলা উপজেলার অভ্যন্তরীণ সোনাইলতলা-টু রামপাল পেড়িখালী সড়কের গাছির মোড় এলাকার কালভার্টের সামনে পৌঁছে দ্রুতগামী একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তুপ করে রাখা পাথরের উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক দিদার মোল্লা ও শ্রমিক রোকন উদ্দিন মারা যান। নছিমনে থাকা অন্য ৫ জন আহত হন। এদের মধ্যে ২ জন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৩ জন মোংলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নছিমনটি মোংলা থেকে পেড়িখালী এলাকায় যাচ্ছিল। রাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে নছিমন চালানোর কারনে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button