স্থানীয় সংবাদ

যশোরের জেলা প্রশাসক বলেছেন দেশ বদলাবে যখন আমি নিজে বদলাবো

মণিরামপুর (যশোর)প্রতিনিধিঃ যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম বলেছেন, দেশ বদলাবে যখন আপনি বদলাবেন। দেশ বদলাবে যখন আমি নিজে বদলাবো। আমরা বলছি এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এটা তখনই সম্ভব যখন আমরা নিজেদেরকে বদলাতে পারবো। আগে দেশে চাঁদাবাজি হতো,মাদক কারবারি হতো,এখনও যদি হয় তবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে যে সব তরুন শিশুরা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই রক্তের প্রতিদান কী বৃথা হয়ে যাবে? বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি তারুণ্য উৎসব-২০২৫ ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। তারুণ্যর উৎসব ২০২৫ এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মণিরামপুর উপজেলা জাসাস নেতা আসাদুজ্জামান রয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন,উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তম্মায় কুমার বিশ^াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, সমবায় অফিসার তারিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাসনিম হাসান বর্ষা,হাসাইন ইকবাল সানিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এবারের দুইদিন ব্যাপি বিজ্ঞান-প্রযুক্তি মেলা ও তারুণ্য উৎসবে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০টি ষ্টল বসে। এ ছাড়া কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button