নগরীর খালিশপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৬ : তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে খালিশপুর রাজধানীমোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী বিএনপি নেতা রিয়াজ শাহেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শুভর নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বিএনপি নেতা রিয়াজ শাহেদ, তরিকুল আজিজ টুটুল, রফিকুল ইসলাম, ইসতিয়াক, ঈশা। এদেরকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। মোক্তার হোসেনের ছেলে শুভ বলেন, একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে সামান্য বিষয় নিয়ে টুটুল চড় মারে। বিষয়টি তিনি তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোক্তারকে জানান। এ সময় মোক্তার বিষয়টি নিয়ে থানা পুলিশ করার পরামর্শ দেন। এ পরামর্শ দেয়ার অপরাধে টুটুল ও তার লোকজন নিয়ে মোক্তারের ওপর হামলা চালায়। প্রতিবাদ করে তার ছেলে আকাশ। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হন। তবে তার ভাই আকাশের মাথায় কয়েকটি কোপ দেয় প্রতিপক্ষ। শুভ কখনই ছাত্রলীগ করেননি। রিয়াজ তাকে মিথ্যা ভাবে জড়িয়েছে। এ ঘটনায় খালিশপুর থানায় তার মা হিরোইন পারভীন ডলি বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে নিজেদের ভিতর কোপাকুপি হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। আহতদের মধ্যে ইসতিয়াক, মোক্তার হোসেন ও আকাশকে পুলিশী হেফাজতে রেখে খুমেকে চিকিৎসা দেয়া হচ্ছে।