নগরীতে বিদেশে নেওয়ার প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে বিদেশে নেয়ার প্রলোভনে কয়েক কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এ নিয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে একাধিক অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগীরা। অভিযুক্ত মোঃ আব্দুল গনী কবিরাজ মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়ার হাছেন কবিরাজের পুত্র। এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগী সংশ্লিষ্ট থানা ও সেনাবাহিনীর নিকট গনির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগসুত্রে জানা যায়, গনি ইতালি পাঠানোর জন্য একেক জনের কাছ থেকে দশ থেকে পনেরো লাখ টাকা নিয়ে ভুয়া কাগজপত্র পাঠায়। ভুক্তভোগী যুবকের সংখ্যা অর্ধ-শতাধিক। বাংলাদেশ এম্বাসিতে কাগজগুলো নিয়ে গেলে রিজেক্ট করে দেয় সবার কাগজ। এরপরে গনি বিভিন্ন সময়ে টাকা ফিরিয়ে দেয়ার আশ্বাস দিলেও টাকা না দিয়ে উল্টো সবার মোবাইল নাম্বার ব্লক করে দেয়। জানা যায়, গনি লোভনীয় বেতনে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্ধশত যুবকের কাছ থেকে কয়েক কোটি টাকা। টাকা হাতানোর পর থেকেই তিনি ভূক্তোভোগী ও সংশ্লিষ্ট সকলের মোবাইল নম্বর ব্লক করে দিয়েছেন। আবার কখনও কখনও ফোন খোলা থাকলেও ভুক্তভোগীরা ফোন দিলে বিভিন্নভাবে তাঁদের হুমকি-ধামকি দিচ্ছেন। ভুক্তভোগী আব্দুল হাই বলেন, গনিকে টাকা দিয়ে স্বপ্ন দেখেছিলাম ইতালি যাবো। এখন তার প্রতারণায় আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ। স্বাভাবিকভাবে বেঁচে থাকা নিয়েই সংশয় রয়েছে। শুধু এই নয় এরকম রয়েছে প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী। যাদের প্রতেকের কাছ থেকে দশ থেকে পনের লাখ টাকা হাতিয়ে নিয়েছে গনি। ভূক্তভোগী কুদ্দুস বলেন, ইতালি গিয়ে কাজ করার আশায় জমি বিক্রি ও ধারদেনা করে টাকা দেওয়া হয়েছে। কিন্তু তিনি বিদেশ নেননি এবং টাকাও ফেরৎ দেননি। সোনাডাঙ্গার থানার ওসি বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখবো।