স্থানীয় সংবাদ

খুলনায় আজ থেকে ৩দিনের কর্মসুচি শুরু

# শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী কাল #

খবর বিজ্ঞপ্তি ঃ মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি রবিবার। দিবসটি উপলক্ষে খুলনা মহানগর বিএনপি তিন (০৩) দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ম দিন ১৮ জানুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। ২য় দিন ১৯ জানুয়ারি ২০২৫ (রবিবার) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি থাকবেন তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা থাকবেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিশেষ বক্তা থাকবেন সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কু-ু। সভাপতিত্বে করবেনমহানগর বিএনপির আহবায়ক এ্যাড শফিকুল আলম মনা।
ওইদিন বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল ম্যাচের ফাইনাল খেলা। ৩য় দিন ২০ জানুয়ারি (সোমবার) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button