খালিশপুরে এস লাইন বাইতুল কেরাম মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুর এস লাইন বায়তুল কেরাম তাহফিজুল কুরআন মাদরাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইমাম পরিষদ খালিশপুর থানা শাখার সভাপতি মরহুম মাওলানা কারামত আলীর রুহের মাগফেরাত উপলক্ষ্যে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯টায় হাউজিং এস লাইন জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরুতে মাদ্রাসা ও এলাকার ছোট ছোট শিক্ষার্থীরা হামত-নাত,গজল পরিবেশন করে। পরে মাহফিলে আগত উলামায়ে কেরামদের হাতে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। বায়তুল কেরাম তাহফিজুল কুরবান মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি
আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে এবং বায়তুল কেরাম তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক ও অত্র মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুকের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির আলোচনা করেন,খুলনা এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি গোলামুর রহমান দা.বা.। মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচক ছিলেন,বায়তুল হুদা জামে মসজিদ বাড্ডা ঢাকা এর খতিব মুফতি সাজিদুর রহমান ফরিদী,রেলওয়ে জামে মসজিদ, খুলনার খতিব মাওলানা জাহিদুর রহমান,মাদ্রাসাতুত ত্বাকওয়া, মাদরীপুর এর প্রিন্সিপাল হাফেজ মাওঃ মামুনুর রশিদ, মাও: আনোয়ারুল আযম, মুফতি মিছবাহ উদ্দিন,মুফতি আবু সালেহ, মুফতি ইবাদুর রহমান,মাওঃ নাজমুস সা’দাত, মাওঃ ইব্রাহিম খালিল,বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও গণ্যমান্য ওলায়ায়ে কেরামগণ মাহফিলে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুল ইসলাম,আবু সালেক সহ বিএনপি নেতৃবৃন্দ।