রামপালে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণ : তাজা গুলি উদ্ধার, আটক-২
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আঃলীগ নেতা আবু সাইদ ও তার সহযোগিরা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ফাঁকা গুলি বর্ষণ করেছে। শুক্রবার রাতে উপজেলার বাঁশতলী ইউনিয়ন এর কালীগঞ্জ বাজারে একটি চক্র সন্দেহজনক ঘোরাঘুরি করতে থাকলে তাদের প্রতিরোধে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময়ে আবু সাইদ ও তার সঙ্গীরা ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে রামপাল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ কালিগঞ্জ বাজারে আবু সাইদের মালিকানাধীন রাইস মিল তল্লাশি করে ২৫ রাউন্ড শট গানের গুলি এবং ০১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। তবে কোন অস্ত্র উদ্ধার হয় নাই। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আবু সাইদসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন উপজেলার বাঁশতলী গ্রামের মৃত আ. ওয়াদুদের ছেলে এসকে আল মামুন। এ ঘটনায় থানা পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলো আওয়ামী লীগ নেতা আবু সাইদের ছেলে শেখ মাতলুব হোসাইন ও একই এলাকার কথিত সংবাদকর্মী ইকরামুল হক রাজিব। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। ঘটনা বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা শুক্রবার রাতে শর্টগান ও পিস্তলের গুলি উদ্ধারের সত্যতা জানেিয় বলেন, এ ঘটনায় ২ জন গ্রেফতারসহ অস্ত্র আইনে মামলা হয়েছে। বাকী আসামিদের আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।