খুলনায় অমর একুশে বই মেলার স্থান পরিবর্তনের দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সচেতন নাগরিকদের পক্ষ থেকে খুলনায় অমর একুশের বই মেলার স্থান পরিবর্তনের দাবিতে হাজার হাজান শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল রোববার বিকেলে সচেতন নাগরিক পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মঈনুল ইসলাম, ওয়াহিদ অনি, আল-আমিন, রাজা, আরিয়ান প্রমুখ। খুলনার সচেতন নাগরিকদের পক্ষ থেকে মঈনুল ইসলাম বলেন, খুলনা একটা বিভাগীয় শহর হওয়া সত্বেও খুব অল্প পরিসরে মূল শহর থেকে বয়রায় বই মেলা আয়োজন করা হয়ে থাকে। যা খুলনাবাসীর আকাঙ্খার সম্পুর্ণ বিপরীত। আমরা মূল শহরে শিববাড়ি মোড়, খুলনা স্টেডিয়াম সংলগ্ন হেলিপ্যাড এ বই মেলার কলেবর বাড়িয়ে আয়োজনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আমাদের এই দাবির সাথে খুলনা শহরের হাজার হাজার কিশোর-তরুনও সহমত পোষণ করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে খুলনা শহরে আয়োজিত অমর একুশে বই মেলা একটি গুরুত্বপুর্ণ সাংস্কৃতিক আয়োজন হিসেবে খুলনয় পরিচিত। কিন্তু গণগ্রন্থগারের মাঠে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বই মেলার স্থানগত কিছু সংকট আমরা খুলনাাবাসী চিহিৃত করেছি। তার অন্যতম বিষয় হচ্ছে মাসব্যাপী আয়োজনের স্থান বয়রায় গণগ্রন্থগারের মাঠটি খুবই ছোট এবং খুলনার শহর থেকে কিছুটা দুরে। যার ফলে খুলনা শহরের অনেক শিক্ষার্থী আগ্রহী হলেও মেলায় যেতে পারে না। আবার মেলার প্রাঙ্গন ছোট হওয়ার কারণে বইয়ের স্টলসহ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীিিব ও শিক্ষার্থীদের মিলনমেলা হয়ে উঠতে পারেনা মেলা প্রাঙ্গন। এছাড়া মেলায় বইয়ের স্টল ব্যাতিত অন্যনান্য পণ্য সামগ্রীর দোকান মেলার কার্যক্রমকে ব্যহত করে। এমতাবস্থায় আমরা খুলনা সচেতন নাগরিকরা একুশে বই মেলার নতুন তিন স্থান প্রস্তাবনা করেছি। এর মধ্যে খুলনা সার্কিট হাউস ( প্রাক্তন হেলিপ্যাড সংলগ্ন), খুলনা জেলা আউটার স্টেডিয়াম এবং খুলনা শিববাড়ী ( প্রাক্তন জিয়া হলের মাঠ)।