স্থানীয় সংবাদ

ফুলতলা উপজেলা বিএনপির কর্মীসভায় মন্টু

খবর বিজ্ঞপ্তি ঃ ফুলতলা উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা বিএনপির বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান আতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড.মোমরেজুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলন সংগ্রামে দলের অসংখ্য নেতাকর্মী হামলা, মামলার শিকার হয়েছে। নিহত হয়েছে অগনিত নেতাকর্মী। জুলাই গণঅদ্ভুত্থানে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলে দেশের মানুষ নব্য বাকশালী শাসন থেকে মুক্তি পেয়েছে। তবে আওয়ামী ষড়যন্ত্র এখনো থেমে নেই। সেই কারণে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দলের বিজয়কে নিশ্চিত করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দেশের সকল জনগনের কাছে পৌছে দিতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার এর সভাপতিত্বে এবং ইঞ্জি. মোঃ মনির হাসান টিটু এর সঞ্চলনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন আধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক,খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম এস এ রহমান বাবুল,সুলতান মাহম্মুদ, শেশ তৈয়েবুর রহমান, মোল্লা এনামুল কবির, এনামুল হক সজল,ওয়াহিদুজ্জামান রানা,আতাউর রহভান রুনু, শেখ আরিফুর রহমান আরিফ, মোঃ সেলিম সরদার, জাফরী নেওয়াজ চন্দন, আহসানুল হক লন্ডন, মেহেদী হাসান বাবুু, গাজী হারুনার রশীদ, নওশাদ হোসেন লালু, কাজী আনোয়ার হোসেন বাবু, এনামুল হোসেন পারভেজ, ওয়াহিদুজ্জামান নান্না, শেখ লুৎফর রহমান, মশিউর রহমান বিপ্লব, মোল্লা মনিরুল ইসলাম, আতাউর রহমান সরদারসহ ইউনায়ান বিএনপির সভাপতি /আহবায়ক,সাধারন সম্পাদক /সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button