ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ট ও সকল মানুষের জন্য প্রযোজ্য : আল্লামা মামুনুল হক

চুলকাটি প্রতিনিধি ঃ বাগেরহাট সদরের হাকিমপুর মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের খতমে বোখারী দরস্ প্রদান ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ জানুয়ারি) বেলা দেড় টার সময় মাদ্রাসার মুহতামীম হযরত মওলানা আব্দুর মাবুদ এর সভাপতিত্বে ও চুলকাটিবাজার জামে মসজিদেও খতিব আলহাজ্ব হযরত মাওঃ মুফতি ফেরদাউস আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বিশেষ অতিথী আলোচনা বাগেরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, প্রধান অতিথি কার বক্তব্যে বলেন ইসলাম কোন যুক্তি বা কোন তর্ক, দর্শানিক ব্যাখ্যা, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ, এর উপর নির্ভরশীল নয়, ইসলাম কেবল মাত্র কোরআন ও হাদিস এর উপর নির্ভরশীল। কোরআন ও হাদিস এর কথা চৌদ্দ’শ বছর আগেও যেমন ছিলো আজও তাই আছে এবং চৌদ্দ’শ বছর পরও কোরআন হাদিস যা বলেছে তাই থাকবে বিন্দু মাত্র পরিবর্তন হবে না এটাই হলো ইসলামের শ্রেষ্ঠাত্ব। খতমে বোখারী শেষ করে মাওলানা হয়েছেন ৪২ জন, মুফতি হয়েছেন ১০। মাদ্রাসার মুহতামীম বলেছেন আগামী শবে-বরাত রাতে খতমে বোখারী অনুষ্ঠানে ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকের হাকিমপুর মাদ্রাসায় শুভ আগমন উপলক্ষে সকাল থেকে ধর্মপ্রান মুসলমানেরা অধির আগ্রহ নিয়ে মাদ্রাসা ময়দানে উপস্থিত হন এবং তিনি কয়েক হাজার ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতিতে দোয়া ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন । শায়খল হাদীস আল্লামা মামুনুলহক বাংলাদেশি দেওবন্দি ইসলামি প-িত, রাজনীতিবিদ, ইসলামি বক্তা, লেখক ও অধ্যাপক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব।