স্থানীয় সংবাদ

যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিস্কার করা হবে : তারেক রহমান

# খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতা কর্মীদের উদ্দেশে #

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারে ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিস্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় ৫ আগষ্ট তার প্রমাণ। বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিস্কার করা হবে। এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। জনগণের কাছে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনার কাজ চালিয়ে যান। জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় ৫ আগষ্ট তার প্রমাণ।
বাগেরহাট ঃ এদিন বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে একই কর্মশালায় নেতাকর্মীদেরসাথে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু প্রমুখ। কর্মশালায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, মাহবুবুর রহমান টুটুল, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, যুবদল নেতা হারুন অর রশীদ, সুজা উদ্দিন মোল্লা সুজন, ছাত্রদল নেতা আলী সাদ্দাম দীপসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৩১ দফা বিষয়ক এই বিষয়ক এই কর্মশালা জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
সাতক্ষীরা ঃ সাতক্ষীরা শহরের কামালনগরস্থ তুফান কনভেনশান সেন্টারে আয়োজিত সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে যুক্ত হন তারেক রহমান। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেকার আহমেদের সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম, ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, কেন্দ্রীয় বিএনপি সদস্য আতিকুর রহমান রুমন, রেহেনা আখতার রানু, মাহমুদা হাবিবা, রহমাতুল্লাহ পলাশ, তারিকুল হাসান প্রমূখ।
কর্মশালা জেলা বিএনপিসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতা অংশ নেন। একই কর্মশালা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
দিন ব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেল ৪টায় ভার্চুয়ালী যোগ দেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রঙ্গ নিয়ে প্রশ্ন করেন। এসময় তিনি তার দলের ভবিষ্যত পরিকল্পনার আলোকে সাবলিল উত্তর দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button