নগরীর রায়পাড়া ক্রস রোডে সংঘবদ্ধ চোরের উপদ্রব বৃদ্ধি

# কেটে নেওয়া হচ্ছে বৈদ্যুতিক তার
# প্রতিকার ও রাতে পুলিশি টহলের ব্যবস্থা গ্রহণের দাবি
স্টাফ রিপোর্টার : নগরীর রায়পাড়া ক্রস রোড এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চোরেরা বিভিন্ন বাসা-বাড়ি থেকে রাতের আঁধারে বৈদ্যুতিক তার কেটে নিচ্ছে। এতে এলাকাবাসী চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা এর প্রতিকার ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, খুলনা মহানগরীর সদর থানাধীন রায়পাড়া ক্রস রোড এলাকার বাসিন্দারা যুগ যুগ ধরে আমরা শান্তিপূর্ণভাবে এলাকায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। কিন্তু অতি সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। চোরেরা বৈদ্যুতিক মেইন লাইনের তার সহ নির্মাণাধীন ভবনের ওয়ারিং এর তার কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। যার মূল্য লাখ লাখ টাকা। গত এক সপ্তাহের ব্যবধানে এলাকার বেশ কয়েকটি বাড়িতে এভাবে তার চুরির ঘটনা ঘটেছে।
সর্বশেষ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এলাকার সম্মানী ব্যক্তি এবং খুলনার বহুল প্রচারিত আঞ্চলিক পত্রিকা দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক জনাব আশরাফ- উল-হক সাহেবের ৮ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনের কয়েক লক্ষ টাকা মূল্যের ওয়ারিং তার চুরি করে নিয়ে গেছে। এর আগে তার বাসভবনের দুটি সিসি ক্যামেরা চোরেরা ভেঙে ফেলে। সিসি ক্যামেরায় চোরদের কয়েকজনের ছবিও ধরা পড়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, স্থানীয় মাদক ব্যবসায়ী, হকার ও বখাটে কিশোর গ্যাং গ্রুপের সহযোগিতায় একটি চোর সিন্ডিকেট এসব চুরির সঙ্গে সম্পৃক্ত। প্রায় প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে। এতে এলাকার মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন। অতি দ্রুত সংশ্লিষ্ট চোরদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে চোরদের উপদ্রব মারাত্মক আকারে বৃদ্ধি পাবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। এলাকাবাসী উল্লিখিত চোরদের চিহ্নিত করে যথা যথ শাস্তির ব্যবস্থা গ্রহণে কেএমপির উর্দ্ধতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে কেএমপি কমিশনার বরাবর গণ স্বাক্ষরিত অভিযোগ দাখিল করা হবে বলে জানা গেছে। #