স্থানীয় সংবাদ

মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যবহার করে খুলনায় জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : খুলনায় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে ব্যক্তিমালিকানাধীণ জমি দখল ও শ্রেণি পরিবর্তনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা এ বিষয়ে আদালতে মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। জেলার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা মৌজার সোয়া দুই একর জমিতে এ অবৈধ দখলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনার পলাশ কুমার ম-ল।
তিনি অভিযোগ করে বলেন, বটিয়াঘাটা মৌজা কিসমত ফুলকরা জেএল-২৫ এরমধ্যে এসএ ২৯ নম্বর খতিয়ানে ১৬.৮৩ একর সম্পত্তির মালিক রসিক লাল মন্ডল। তিনি এক ছেলে ও ৫ মেয়ের বাবা। তার জীবনদশায় পুত্র কালিপদ ম-ল এক ছেলে শংকরকে রেখে মারা যান। এক পর্যায়ে নাতি শংকর সংসার ছেড়ে নিরুদ্দেশ হলে দাদু রসিক লাল একটি উইল ও চরমপত্র রেজিস্ট্রি করেন। প্রকৃত কাগপত্রের মাধ্যমে তারা জমি দখল করে আসছিলেন। কিন্তু রসিক লাল ম-ল গ্রামের অবস্থান ও পরবর্তীতে মৃতবরণ করলেও ১০ দশমিক ৬০ একর জমি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়। রসিক লাল এ নিয়ে মামলা করে নিজ পক্ষে রায়ও পান। কিন্তু এসব গোপন করে বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা সংসদ বা কমা-ের নাম ব্যবহার করে প্রথমে বিনয় সরকার ও পরে মো: কামরুল ইসলাম দখল করেছে। শুধু তাই নয়, তারা কৃষি জমির শ্রেণির পরিবর্তন করে সম্প্রতি বাঁধ নির্মাণ, পরিখা খনন ও ঘর তৈরী করছে। কিন্তু এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভুমি অফিসে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি। ভুক্তভোগীরা আইন অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম রায়, বিক্রম জিৎ রায় প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button