স্থানীয় সংবাদ

নগরীতে গৃহবধু ও অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর খালিশপুর থানা এলাকায় মারিয়া সুলতানা নামের এক গৃহবধূ ও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে মোস্তফার মোড় এলাকার বাবার বাড়ি থেকে গৃহবধুর এবং খুলনা বিশেষায়িত হাসপাতালের মসজিদের পাশের ড্রেন থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।
খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ওই গৃহবধূ নগরীর মুজগুন্নি বাসস্ট্যান্ড এলাকার ভিক্টোরিয়া ক্লাবের পাশে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন। দুপুরে অসুস্থতার কথা বলে নিহতের স্বামী ও শাশুড়ি তাকে পাশের আদদ্বীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর মৃত্যু হলে লাশ মোস্তফার মোড় বাবার বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ভাড়াবাড়িতে অভিযান চালানোর পর নিহতের স্বামী মাসুম বিল্লাহ ও তার শাশুড়িকে পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধারের ব্যাপারে ওসি আরও জানান, মুজগুন্নি বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন মসজিদের পাশের ড্রেনে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ শুনে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। শরীরে লুঙ্গি ও উলের সোয়েটার ছিল। মরদেহটি ৪/৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button