খালিশপুরের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ : তুহিন

খালিশপুর শ্রমিক সমাবেশ ৭ ফেব্রুয়ারি
খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ৭ ফেব্রুয়ারি খালিশপুরের শ্রমিক সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বিগত ১৬ বছরের পতিত লুটেরা আওয়ামী সরকারের দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজিতে ধ্বংস হয়ে গেছে শিল্পাঞ্চল। যেখানে পাটকলগুলোর সাইরেনে মানুষের ঘুম ভাঙ্গতো আজ সেখানে শুনসান নীরবতা। শুধু রাষ্ট্রায়ত্ত শিল্পই নয়, স্বৈরাচার সরকার ধ্বংস করেছে বেসরকারি ব্যবস্থায় গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানগুলো। ক্রিসেন্ট-প্লাটিনামের মতো রাষ্ট্রায়ত্ত পাটকল নয়, খুলনার মীরেরডাঙ্গা এলাকার সোনালী জুট মিল, অ্যাজাক্স জুট মিল, আটরা শিল্পাঞ্চলের আফিল জুট মিল, শিরোমণি বিসিক শিল্প এলাকার মহসিন জুট মিলসহ বেসরকারি অনেক পাটকলই এখন বন্ধ। সব মিলিয়ে ২৪ ঘণ্টা শ্রমিক-কর্মচারীর কোলাহলমুখর খুলনার শিল্পাঞ্চলে কারখানায় কারখানায় এখন নীরবতা, নিস্তব্ধতা। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সন্ধ্যায় খালিশপুরে শ্রমিকদলের উদ্যোগে আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৩টায় পিপলস্ গোল চত্ত্বরে ফ্যাসিস্ট সরকার কর্তৃক বন্ধকৃত ২৫টি পাটকল রাষ্ট্রিয়ভাবে চালু, খালিশপুর জুট মিলস্, দৌলতপুর জুট মিলস্ সহ ৫টি পাটকলের সকল শ্রমিকদের বকেয়া পরিশোধ, লীজ প্রথা বাতিল, খুলনা ৩৩০ মে. ও. নুতন বিদ্যুৎ ইউনিটটি সার্বক্ষণিক চালুর দাবিতে শ্রমিক জনসভা সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, ২০২০ সালের ১ জুলাই লোকসান ও উৎপাদন খরচের কারণ দেখিয়ে খুলনা অঞ্চলের ৯টিসহ রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল একযোগে বন্ধ করে পতিত সরকার। এরপর বিজেএমসি সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) বন্ধ পাটকল চালুর পরিকল্পনা করেছিল; কিন্তু ব্যবসায়ীরা পিপিপিতে পাটকল চালাতে রাজি হননি। খুলনার ৯টি পাটকলের জমির পরিমাণ ৫১৬ একর। এর মধ্যে ২৮৮ একর ইজারা দেওয়া হয়েছে বা প্রক্রিয়াধীন। চারটি পাটকল বেসরকারি খাতে ভাড়ায় দেওয়া হয়েছে। বন্ধ হওয়ার আগে পাটকলগুলোয় দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫৬ মেট্রিক টন। ইজারা দেওয়ার পর উৎপাদন হচ্ছে দৈনিক ১৮ মেট্রিক টনের মতো। প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন বন্ধ পাটকলগুলো চালুর দাবিতে ৭ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে হবে। শ্রমিকদলের সমাবেশে সকলকে যখাসময়ে উপস্থিত থাকতে হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত শ্রমিক নেতা, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা থাকবেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, হাবিবুর রহমান বিশ^াস, মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুল মতিন বাচ্চু, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, জাহিদুল ইসলাম, লিটন খান, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কাজী শামীম, হায়দার আলী তরফদার, কালু কোরাইশি, গোলাম মোস্তফা ভুট্টো, মফিজুর রহমান মাজু, আবুল কালাম, মিজানুর রহমান মিজান, সামসুজ্জামান মনির, বাচ্চু শেখ, আসমত আলী, আব্দুল হালিম, যুবদলের সাইফুল ইসলাম সান্টু, রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল ইসলাম বাচ্চু, মহিলাদলের নিঘাত সীমা, লুবনা ইয়াসমিন বিউটি, পাপিয়া রহমান পারুল প্রমূখ।