স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার ঃ খুলনার বটিয়াঘাটায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় বিষয়ে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গনের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার হোসনে আরা তান্নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী করতে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচার ব্যবস্থা সক্রিয় করতে হবে। নথি রেজিস্টার নিয়মিত আপডেট করার পাশাপাশি প্রতি বুধবার গ্রাম আদালত পরিচালনা করবে। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীগন গ্রাম আদালতের নথি রেজিস্টার নিয়মিত আপডেট করবে। মাসিক রিপোর্ট প্রতিমাসে নির্ভুলভাবে প্রদান করবে। এছাড়া ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত বিষয়ক এজেন্ডা থাকবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত তৃতীয় পর্যায় প্রকল্পের খুলনা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান। এছাড়া বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের সকল এএসিও, ইউপি প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপ¯িথত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button