স্থানীয় সংবাদ

সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া জরুরি : উপ-উপাচার্য

খুবিতে ডি-নথি বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথি বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। এসময় তিনি বলেন, সময়ের সাথে প্রযুক্তিগত যে পরিবর্তন এসেছে, তার সাথে মানিয়ে নেওয়া জরুরি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে আধুনিকায়নের অংশ হিসেবে ডি-নথির বাস্তবায়ন করা হবে। বিশ্বের উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই ডি-নথির ব্যবহার হয়ে আসছে। এটি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া। এতে কাজ করাও সহজ। ডি-নথির মাধ্যমে দাপ্তরিক কাজের গতিশীলতা বৃদ্ধি করা সম্ভব। বিশেষ করে ডি-নথি ব্যবহারের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হয়। তিনি ডি-নথি বিষয়ে ধারাবাহিকভাবে এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. মো. ফারুক হোসেন ও ইঞ্জি. রাহুল দেব মহলদার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button