কেসিসির সাবেক লাইসেন্স অফিসারকে সাসপেন্ড

বিজ্ঞাপনী করের টাকা আতœসাৎ
স্টাফ রিপোর্টারঃ বিজ্ঞাপনী কর আতœসাৎ করায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক লাইসেন্স অফিসার (ট্রেড) মোঃ হারুন অর রশিদকে চাকুরি থেকে সাময়ীক বহিস্কার করা হয়েছে। দুর্নীতির দায়ে কর্তৃপক্ষের দায়েরকৃত বিভাগীয় মামলায় সন্তোষজনক জবাব দিতে না পারায় কর্তৃপক্ষ তাকে শোকজ করেছে। গত ৩ ফেব্রুয়ারী কেসিসির সচিব শরীফ আসিফ রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে এ শোকজ করা হয়। ওই আদেশে উল্লেখ করা হয়, “খুলনা সিটি কর্পোরেশনের সহকারী লাইসেন্স অফিসার (ট্রেড) মোঃ হারুন অর রশিদ কর্মরত থাকাবস্থায় কেসিসির আওতাধীন রয়েল মোড় হতে শিববাড়ি মোড় পর্যন্ত বৈদ্যুতিক পোলে ১৭ এপ্রিল’১৬ হতে ১৮এপ্রিল’১৭ পর্যন্ত ৫ বছরের জন্য ২৭০টি বেলসাইন স্থাপনের জন্য খুলনা সিটি কর্পোরেশনের ও বিজ্ঞাপনী সংস্থা ডিউফাইন্ডারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী বিজ্ঞাপনী সংস্থা ২০১২ সাল হতে বিজ্ঞাপন প্রচারের অনুমোদন পেলেও মূলত ২০১৬-১৭ অর্থবছর হতে বিজ্ঞাপন প্রচার শুধু করে। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ২০১৬-১৭ অর্থবছর হতে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত মোট ৩ বছর জুড়ে ১৮৮টি বেলসাইন স্থাপন করে যেখানে বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। বিজ্ঞাপন জরিপ ও ধার্যকরণের দায়িত্ব প্রাপ্ত সহকারী সুপার হিসেবে আপনি সরেজমিনে জরিপ করেন। এসব জরিপ করে আপনি বিজ্ঞাপনদাতাদের সাথে যোগসাজসে সরকারের ১ লাখ ১২ হাজার ৮শ’ টাকা রাজস্ব ক্ষতি করেছেন। যা দুর্নীতি দমন কমিশন ঢাকা হতে লিখিত তথ্যে পাওয়া যায়। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন-এ শাখা হয়ে আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা জন্য নির্দেশ দিয়েছেন। এহেন কর্মকান্ড খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা ১৯৯৩ এর (ক)(ঘ)(৩) ও (৪) ধারা হতে অর্থাৎ দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, দুর্নীতি পরায়ন এবং অর্থ আতœসাতের দায়ে দোষী তথা শাস্তিযোগ্য অপরাধ।
সরকার বিভাগ গত ১৫ সেপ্টেম্বর’২৪ আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশন প্রদান করায় কেসিসি’র ২৬/০৯/২০২৪ খ্রিঃ তারিখে ১১০৬ না স্মারকে আপনার বিরুদ্ধে ৪/২০২৩ নং বিভাগীয় মামলা রুজু করে এবং কারণ দর্শানোর জন্য পত্র প্রদান করা হয়। গত ৯ অক্টোবর’২৪ উক্ত বিভাগীয় মামলার জবাব দাখিল করেন। কিন্তু আপনার দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় কেসিসি কর্তৃপক্ষ আপনাকে সাময়িক বরখাস্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন।
এমতাবস্থায়, খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা ১৯৯৩ এর বিধি-৪৪ মতে আপনাকে কেসিসি’র চাকুরী হতে অথাৎ নি¤œমান সহকারীর পদ হতে নির্দেশক্রমে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়ীক বহিস্কার করার কথা স্বীকার করেন সচিব। বাকী দু’জনের নথিও পর্যালোচনা করে দেখা হচ্ছে, দেখা শেষে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।