স্থানীয় সংবাদ

হাসপাতালের ড্রেন থেকে অজ্ঞাত বৃদ্ধর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনা বিশেষায়িত হাসপাতালের ড্রেনের ভিতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধর (৭০) মরদেহ উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ। গতকাল বিকাল সাড়ে পাচটায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালের কর্মচারী প্রতক্ষদর্শি মোঃ মাসুদ বলেন, গতকাল বিকাল তিনটা নাগাদ মোটর গ্যারেজের একজন বয়স্ক ব্যাক্তি আমাকে বলে হাসপাতালের মসজিদের পাশের ড্রেনে একটি লাশ। আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে যেয়ে দেখি একজন বৃদ্ধ মরদেহ ড্রেনের পানির ভিতর ভাসমান অবস্থায়। বিষয়টি দ্রুত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীনকে অবগত করলে তিনি পুলিশকে জানাতে বলেন।
এ বিষয়ে খালিশপুর থানার এসআই রতন বিশ^াস বলেন, মরদেহের পাশে খুলনা মেডিকেল কলেজ হাসপালের বহির্বিভাগের রোগীর একটি ব্যবস্থাপত্র পেয়েছি। রোগীর ব্যবস্থাপত্রের নাম লেখা আছে সজোর আলী আর সেখানে বয়স উল্লেখ আছে (৭৫) বছর।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খুলনা বিশেষায়িত হাসপাতাল ড্রেনের ভিতর হতে একটি মরদেহ উদ্ধার হয়েছে। বয়স আনুমানিক ৭০ বছর হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দু একদিন আগেই তার মুত্যূ হয়েছে।ম রহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। লাশটি কেউ শনাক্ত করেনি। হত্যা না নিজে অসুস্থ পড়ে মারা গেছে বলতে পারছিনা।এছাড়া ঘটনাস্থলে পুলিশের একধিক টিম সিআইডি, পিবিআইসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছে তারাও বিষয়টি নিয়ে তদন্ত করছে। মামলা পক্রিয়াধিন।
এ বিষয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, আমাদের হাসপাতালের মসজিদের শেষ প্রান্তরে ড্রেনের ভিতর থেকে একটি মরদেহ উদ্ধার করেছি। আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। পরবর্তি বিষয়টি পুলিশ ব্যবস্থা নিবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button