বটিয়াঘাটায় ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহ শেষে ছবি তোলার কার্যক্রম শুরু ।
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/post-fp.webp)
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষে ছবি তোলার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০ টায় ¯’ানীয় ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় । বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে ছবি তোলার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির । বটিয়াঘাটা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ছবি তোলার কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সদস্য শাহ মামুনুর রহমান তুহিন, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক আরিফুজ্জামান দুলু গোলদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব চিরঞ্জীব রায়, ইউপি সদস্য যথাক্রমে,প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক বিশ্বাস, কিংকর রায়, পবিত্র রায়,মিলন বৈরাগী, হিমাংশু সরকার, ওবায়দুল শেখ,রমা মন্ডল,পপি তরফদার সহ গ্ৰাম পুলিশ বাহিনীর সদস্য ও আগত ভূক্তভোগীরা সচেতন নাগরিকরা । প্রধান অতিথি অনুষ্ঠানে মাইকিং এর পাশাপাশি সকলকে গ্রামে গিয়ে প্রচার ও মসজিদ, মন্দির এবং গীর্জার মাইকের মাধ্যমে প্রচার করে সচেতন করার আহ্বান জানান ।