স্থানীয় সংবাদ

খুবিতে আন্তঃ ডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা শুরু

# দিনের তিনটি খেলায় ফিজিক্স, এইচআরএম ও সিএসই ডিপার্টমেন্ট জয়ী #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। টি-১০ ফরমেটের এ খেলা বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, খেলাধুলা মানে মনের প্রশান্তির জায়গা। খেলাধুলার মাধ্যমে একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেয়ার সক্ষমতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়। এসময় তিনি খেলা যাতে উপভোগ্য হয় সে বিষয়ে সকলের নজর রাখতে আহ্বান জানান। উদ্ভোধনী খেলায় ফিজিক্স ডিপার্টমেন্ট এফএমআরটি ডিপার্টমেন্টের মুখোমুখি হয়। ফিজিক্স ডিপার্টমেন্ট টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে নির্ধারিত ১০ ওভারে কোন ইউকেট না হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন কবির। জবাবে এফএমআরটি ডিপার্টমেন্ট ব্যাট করতে নির্ধারিত ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন প্রীতম। ফিজিক্স ডিপার্টমেন্ট ২০ রানে জয়লাভ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন কবির। এদিকে বিকেলে আরো দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় এইচআরএম ডিপার্টমেন্ট আর্কিটেক্ট ডিপার্টমেন্টের মুখোমুখি হয়। এইচআরএম ডিপার্টমেন্ট টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে নির্ধারিত ১০ ওভারে কোন ৩ ইউকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ কওে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন মেহেদী। জবাবে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট ব্যাট করতে নির্ধারিত ১০ ওভারে চার উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। এইচআরএম ডিপার্টমেন্ট ৪৯ রানে জয়লাভ করে। এদিকে অপর খেলায় সিএসই ডিপার্টমেন্ট ও হিস্টরি ডিপার্টমেন্ট পরস্পরের মুখোমুখি হয়। শুরুতে টসে জিতে হিস্টরি ডিপার্টমেন্ট ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৬৮ রান সংগ্রহ করে। জবাবে সিএসই ডিপার্টমেন্ট ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান করে। খেলায় সিএসই ৭ উইকেটে জয়লাভ করে। ১৯ রান এবং ২ টি উইকেট নিয়ে মান অব দ্যা ম্যাচ হন নাহিদ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button