স্থানীয় সংবাদ

নগরীতে দিনমুজুরকে পিটিয়ে জখম প্রাননাশের হুমকি থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ইর্ষ্টানগেটে এক দিনমজুরকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগির বোন রুপা খানজাহান আলী থানায় ৩জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়। পাড়িয়ারডাঙ্গা এলাকার হালিম ফারাজি স্থানিয় ইউপি সদস্য বকতিয়ার এর মাধ্যমে ৬০ হাজার টাকা লোন নেয়। লোনগ্রহিতার স্ত্রী অসুস্থ থাকায় ৩ টি কিস্তি দিতে না পারায় গত ৩ ফেব্রুয়ারী দুপুরে পাড়িয়ারডাঙ্গার আয়ুব এর পুত্র রেজাউল (২৮) ইর্ষ্টানগেট এলাকার বুলবুল হালিম ফারাজির বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকে । এবং বাড়ি থেকে হালিম ফারাজিকে তুলে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ভয়ে ভুক্তভোগী পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। একইদিনে সন্ধায় ইউপি সদস্য বকতিয়ার এর নির্দেশে রেজাউল ও বুলবুল হালিম ফারাজির পুত্র মিকাইল ফারজীকে তাদের মটর চালিত ভ্যানসহ ধরে নিয়ে ইর্ষ্টানগেট বাজারে বকতিয়ার এর অফিসে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধোর করে জখম করে। প্রানে মেরে ফেলার হুমকি দেয়। থানায় দায়ের কৃত অভিযোগ সুত্রে আরো জানা যায় ইউপি সদস্য বকতিয়ার মোবাইল ফোনে ভুক্তভোগি হালিম ফারাজিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ বিষয়ে খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন এ ঘটনায় থানায় এশটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button