খালিশপুরে শ্রমিক সমাবেশ সফলের লক্ষে খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে ফ্যাসিস্ট সরকার কর্তৃক বন্ধকূত ২৫ টি পাটকল রাষ্টিয়ভাবে চালুর দাবিতে আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় পিপলস গোল চত্বরে শ্রমিক জনসভা সফল করার লক্ষ্যে গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে খানজাহান আলী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। এসময় বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু। বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দ এনামূল হাসান ডায়মন্ড, শেখ আনোয়ার হোসেন, ডাঃ রইস উদ্দিন, মামুন মেম্বার, খানজাহান আলী থানা মহিলা দলের আহবায়ক মলি চৌধুরী, শ্রমিক দল নেতা কাজী শহিদুল ইসলাম, জিহাদুল ইসলাম, বারেক হাওলাদার, যুবদল নেতা শাহরিয়ার খান মাসুম, সেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, মহানগর ছাত্রদল নেতা ইলিয়াস সরদার, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান বিপ্লব প্রমুখ।