পূর্ব শত্রুতার জেরে সিদ্দিপাশায় ব্যবসায়ীর উপর হামলা গুরুতর আহত ১ থানায় মামলা

স্টাফ রিপোর্টার ঃ অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ টাকা লুটসহ একজনকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে উপজেলার সিদ্দিপাশা গ্রামের মৃত ইন্তাজ সরদারের ছেলে মোঃ তামিম হোসেন মনির নামে এক ব্যবসায়ী বাদি হয়ে অভয়নগর থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে। মামলা নং ৪ । ৩ ফেব্রুয়ারী রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামে সোনাতলা এলাকায় এঘটনা ঘটেছে। মামলার এৎাহার সূত্রে জানা গেছে , ভুক্তভোগী একজন হার্ডওয়ার ব্যবসায়ী গত সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় নিজ বাড়ির সংলগ্ন পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা আসামিরা ভুক্তভোগীর পথ আটকিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে ভুক্তভোগীর চিৎকারে তার মেজভাই এগিয়ে ঠেকাতে গেলে আসামিরা তার মেজভাইকেও লোহার রডদিয়ে মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। ভুক্তভোগীর কাছে ব্যবসায়ীক ৬৭,৫০০/ টাকা আসামিরা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভুক্তভোগীকে হত্যা করবে এমন হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে আহত আরিফ সরদারকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এজাহারে উল্লেখিত আসামিরা হল উপজেলার সিদ্দিপাশা গ্রামের মোঃ ইদ্রিস মোল্লার ছেলে মোঃ ইব্রাহিম মোল্লা(২৮), একই গ্রামের মোঃ জাফর মোল্লার ছেলে মোঃ হোসাইন মোল্লা (২৯), মৃত আকুব্বার মোল্লার ছেলে মোঃ জাফর মোল্লা(৫৫), মোঃ জাফর মোল্লার ছেলে মোঃ মোস্তাইন মোল্লা(২০)। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাদুল করিম জানান, থানায় একটি মামলা রুজু হয়েছে আসামিদের আটক করতে অভিযান অব্যহত আছে।