স্থানীয় সংবাদ

খুলনার ‘শেখ বাড়ি’ এখন ভাঙাড়ির দোকান!

# লোহা, রড, ইট, যে যার মতো সংগ্রহ করছে #
# ওজন মেপে লোহার রড বিক্রি করছে ভাঙাড়িরা #

স্টাফ রিপোর্টার ঃ গণঅভ্যূত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেয়ার প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শেখ হাসিনা ও আওয়ামীলীগ বিরোধী স্লোগান দিয়ে কলংকিত খুলনার কথিত শেখ বাড়িতে ভাঙচুর শুরু করে, আগুনও ধরিয়ে দেয় ছাত্র-জনতা। খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা কথিত শেখ বাড়ি ভাঙচুরের জন্য ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয় তারা। খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হল কলংকিত ‘শেখ বাড়ি’। সরেজমিনে দেখা গেছে, মহানগরীর ২৩ শেরে বাংলা রোডে অবস্থিত শেখ বাড়ির ধ্বংসস্তূপে পরিণত হওয়া অংশ থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে। বসেছে ভাঙারির দোকান। ওজন মেপে লোহার রড বিক্রি করছে ভাঙরিরা। তাদের সাথে কথা বলে জানা গেছে, শেখ বাড়িতে ভাঙারির দোকানির সংখ্যা এখন বেশি। তারা রড, লোহার বিভিন্ন অংশ ডিজিটাল মিটারে ওজন করে কেজি মূল্যে বিক্রি করছে। খুলনা অঞ্চলের বৃহৎ লোহামোকাম হিসেবে পরিচিত শেখপাড়া লোহাপট্টিতে এসব নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে ইট সংগ্রহ করছে। পূর্ণাঙ্গ ইট, ভাঙা ইট, যে যার মতো সংগ্রহ করছে। লোহার অন্যান্য বস্তুর মেলা বসিয়েছে অনেকেই। যারা এসব বিক্রি করছেন, তাদের বেশির ভাগই নি¤œ আয়ের মানুষ। তারা বলছেন, শেখ বাড়ি যারা বানিয়েছে, তারা জনগণের হক নষ্ট করেছে। এসব বস্তুতে জনগণের হক রয়েছে। তাদের অর্থ লুট করে এই বাড়ি নির্মাণ করা হয়েছিল। এই বাড়ি থেকে গুম-খুন-অত্যাচারের মতো কর্মকা-ের নির্দেশ যেত। তাই অভিশপ্ত এ বাড়ির লোহালক্কড় জনগণই খুলে নিচ্ছে। সকাল থেকে এই বাড়ির আশপাশে রিকশা, ভ্যানসহ নানা ধরনের বাহন দেখা গেছে। যারা এসব নিয়ে আসছে, তাদের মধ্য থেকেও অনেকে লোহার টুকরা, ইট সংগ্রহ করছে। উৎসুক জনতাও ভীড় জমায়। ছাত্র-জনা বলছে, শেখ বাড়ির লোকজন এ অঞ্চলে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন মানুষ ঘৃণা ভরে তাদের বাড়ি লুটপাট করে নিয়ে যাচ্ছে। এটাই ইতিহাস। ইতিহাস কাউকে ক্ষমা করে না। শেখ হাসিনার চাচাতো ভাই পাঁচজন। শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। তাদের মধ্যে শেখ হেলাল ও শেখ জুয়েল সংসদ সদস্য ছিলেন। আরেকজন সংসদ সদস্য ছিলেন শেখ হেলালের ছেলে শেখ তন্ময়। সবাই ঢাকায় থাকলেও খুলনায় এলে থাকতেন শেখ আবু নাসেরের ওরফে খোড়া নাসেরের এই বাড়িতে। তিনি ছিলেন শেখ হাসিনার চাচা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মুখে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে শেখ বাড়িতে। এরপর থেকে বাড়িটি পোড়া বাড়ি হিসেবে পড়ে ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button