স্থানীয় সংবাদ
নগরীতে মাদকসহ চার মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ গত ৫ ফেব্রুয়ারি বিকালে খুলনা সার্কিট হাউজ সংলগ্ন আবহানী ক্লাবের গেটের পাশ থেকে রবিউল ইসলাম ওরফে মাকুন ওরফে জুনায়েদ (৩৩) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে লবণচরা থানা পুলিশ ৬ ফেব্রুয়ারি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে আল-আমিন (৩৭) ও আশরাফ আলী (৫১) নামের দু’ মাদক কারবারিকে গ্রেফতার কের। তাদেরকে ২০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে খালিশপুর থানা পুলিশ গত ৫ ফেব্রুয়ারি রাতে নয়াবাটি এলাকা থেকে মিলন তালুকদার (২৯) নামের মাদক কারবারীকে গ্রেফতার কের। তাকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।