গণঅভ্যূত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে –মাওলানা আবুল কালাম আজাদ

# রাড়–লী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব সমাবেশ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ছাত্র-জনতার বিপ্লব আল্লাহ তায়ালার পক্ষ থেকে সাহায্য ও বিজয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের সূচনা হয়েছে। এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনের আল্লাহর বিধান কায়েম হবে। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার পাবে। অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। এখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সংগঠন আন্দোলন করে আসছে, সেই সংগঠনের দিকে মানুষ দলে-দলে ধাবিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে করে কারো কারো জ্বালা বেড়ে গেছে, কেউ কেউ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদেশের জনগণই তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। গতকাল কাটিপাড়া ফুটবল ময়দান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূর এর সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সদস্য সাবেক ছাত্রনেতা এস কে মহিববুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম ও অধ্যাপক নুরুজ্জামান মল্লিক, জেলা ইউনিট সদস্য মাওলানা শেখ কামাল হোসেন ও অধ্যাপক আব্দুল মোমিন সানা, খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মো. আবু জার আল গিফারি, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন প্রমুখ।