স্থানীয় সংবাদ

খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ‘শেখ বাড়ি’ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় একটি বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা শাখা। বৃহস্পতিবার রাতে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, খুলনার দুর্নীতির আখড়াখ্যাত ‘শেখ বাড়ি’ ছাত্র-জনতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শেখ পরিবারের বাইরে বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতা পরিকল্পনা চলছে- যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব সহিংসতা থেকে ছাত্র-জনতাকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জহিরুল তানভীর এই বিবৃতি তার সামাজিক যোগাযোগমাধ্যম আইডিতে শেয়ার করেছেন। তিনি বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তার ফেসবুক টাইমলাইনে এ বিবৃতি পোস্ট করেন। বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনার সব সহযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, ৫ ফেব্রুয়ারি খুলনার দুর্নীতির আখড়াখ্যাত ‘শেখ বাড়ি’ ছাত্র-জনতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। খুলনাতে আওয়ামী লীগের দুর্নীতির আইকনে পরিণত হয়েছিল শেখ বাড়ি। এজন্যই তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতার পরিকল্পনা চলছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব প্রকার সহিংসতা থেকে ছাত্র-জনতাকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। এরপর খুলনার কোথাও কোনও ভাঙচুর বা সহিংসতা করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা এর কোনও দায়ভার গ্রহণ করবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জহিরুল তানভীর বলেন, শেখ পরিবারের সম্পত্তি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে শেখ পরিবারের বাইরে বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেবে না। তিনি দিঘলিয়ায় শেখ হাসিনার পৈতৃক জমিতে বুধবার রাতে ভাঙচুরের বিষয়ে বলেন, দীর্ঘদিনের ক্ষোভ থেকে স্থানীয় ছাত্র-জনতা সেখানে ভাঙচুর করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button