স্থানীয় সংবাদ

খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধানের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত রিপোর্ট দাখিল নিয়ে গড়িমশি

স্টাফ রিপোর্টার ঃ বিজেএমসি নিয়ন্ত্রিত বন্ধ ঘোষিত খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান খলিলুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত শুরু হয়েছে। মিলের প্রকল্প প্রধানের বিরুদ্ধে মিলের মালামাল চুরি করে বিক্রিসহ নানা অভিযোগ। ১০টি অভিযোগের শিরোনামে উল্লেখ করা হয়, খালিশপুর জুট মিলস্ লিঃ এর বর্তমান প্রকল্প প্রধান মোঃ খলিলুর রহমানের গোপালগঞ্জ জেলায় বাড়ি হওয়ায় আওয়ামীলীগে অনেক বড় বড় নেতাদের সহিত তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং তিনি নিজেও একজন আওয়ামীলীগ পন্থি। আওয়ামীলীগ নেতাদের দোহাই দিয়ে তিনি খালিশপুর জুট মিলস্ লিঃ এ অনেক অনিয়ম ও দূর্নীতি করতেন। ততকালীন খুলনা ৩নং আসনের এম.পি বেগম মুন্নজাল সুফিয়ান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সুপারিশে খালিশপুর জুট মিলস্ লিঃ এ প্রকল্প প্রধান এর দায়িত্ব গ্রহণ করেন। দ্বায়িত্ব গ্রহণ করার পর অনেক অনিয়ম, দূর্নীতি ও মিলের সরকারী টাকা আত্মসাৎ করেন। প্রকল্প প্রধানসহ অন্যান্য কতিপয় কর্মরত কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে অনিয়ম দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাৎ লুটপাটের একটি চক্র গড়ে তোলেন। এ চক্রের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, ও সরকারি অর্থ আত্মসাৎ, লুটপাটের অনেক অভিযোগ আছে। গত ১২ ডিসেম্বর ১০টি অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সে মতে, গত ২৬ ডিসেম্বর বিজেএমসি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। ওই তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশনা দেয়া হয়। তদন্ত কমিটির আহবায়ক হলেন বিজেএমসির জোনাল জিএম মোঃ গোলাম রব্বানী, সদস্য বিজেএমসির উপ মহাব্যবস্থাপক সাজ্জাদ আল জানান ও উপব্যবস্থাপক (নিরীক্ষা) মোঃ বদরুজ্জামান। তারা তদন্তকালে খালিশপুর জুট মিলে যারা জিএম-এর অপকর্মের স্বাক্ষী দিবে তাদের অন্যত্র বদলী করা হয়েছে। যার জন্য ভয়ে অনেকে প্রকৃত ঘটনা বলছে না বলে সূত্রটি জানায়। তবে তদন্ত দল সরেজমিন মিল পরিদর্শন করলেও এখনও পর্যন্ত তদন্ত রিপোর্ট দাখিল করেননি। যা নিয়ে হতাশা কাজ করছে অভিযোগকারীদের মাঝে। তাদের দাবি অবিলম্বে অভিযোগে সুষ্ঠু তদন্ত করে তার প্রতিবেদন শিগগিরই দাখিল করা হোক। তদন্ত টিমের প্রধান বিজেএমসির জোনাল সমন্বয়কারী মোঃ গোলাম রব্বানী বলেন, তিনি অসুস্থ্য রয়েছেন। যার জন্য তদন্ত শেষ করতে সময় চেয়েছেন। কর্তৃপক্ষ সময় বাড়িয়েছে। সুস্থ্য হলেই তিনি যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে তিনি জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button