চিতলমারীতে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ১২

# বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে #
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারীতে ২নং কলাতলা ইউনিয়নের চর চিংগড়ী স্কুল মাঠে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মহিলা সহ আহত ১২ আহত হয়েছে। আহতদের চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জানাগেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকালে চর চিংগড়ী স্কুল মাঠে ২নং কলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে ভোট হয়। ভোটের মাঝামাঝি সময়ে অতর্কিত ভাবে সংঘর্ষ বাঁধে। এসময় সংঘর্ষে ২নং কলাতলা ইউনিয়নের সাবেক সভাপতি শেখ গোলাম কিবরিয়া গ্রুপের চর চিংগড়ী গ্রামের আরিফ শেখ (৪৫), আ: আলিম (৩০), হাফিজুর শেখ (৩০), দবির শেখ (৪০), মফিজুর শেখ (২৮), বুলু শেখ (৪৫), খাদিজা বেগম (২৫) আহত হয়েছে। অপর পক্ষের লেকাত ফকির (৬৫), গোলাম মোল্লা (৬৯), রিপন শেখ (৩৫), নেহারুননেছা (৫৩), সাহিদা বেগম (৪৫) আহত হয়। আহতদের চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয় এবং আরিফ শেখ এর অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় উপজেলা বিএনপি’র আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানান, সম্মেলন চলাকালে মাঠের বাইরে হট্টগোল শুনতে পাই। পরমুহুর্তে সাবেক সভাপতি শেখ গোলাম কিবরিয়া বলেন আমার ছেলে ও আমার লোকজন আহত হয়েছে এবং তাদের চিতলমারী হাসপাতালে ও খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমার বিএনপি’র কেউ জড়িত থাকলে আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো এবং এ ঘটনার তিব্র নিন্দা জানাই।
এ ব্যাপারে চিতলমারী থানা অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন এর সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ মামলা করতে থানায় আসে নাই। আসলে আমি মামলা নিয়ে নিব।