দারুস সুন্নাহ নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরস্থ দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠ সংলগ্ন দারুস সুন্নাহ নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাহাতুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সরদার লিয়াকত হোসেন লাভলু, শেখ নজরুল ইসলাম, শেখ এনামুল কবির মাসুম, মনজুর আহসান শিপলু, গাজী শরিফুল ইসলাম ওহিদ, মাদ্রাসা সুপার মাওলানা মনজুরুল হোসাইন, শেখ আব্দুর রাজ্জাক, মো.রুহুল কুদ্দুস, শেখ কামাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সাঈদ, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল হান্নানসহ শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।