স্থানীয় সংবাদ

খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তারা : বাংলাদেশে কোন নাস্তিক-মুরতাদদের স্থান নেই

স্টাফ রিপোর্টার : খুলনা জেলা ইমাম পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে কোন নাস্তিক-মুরতাদদের স্থান নেই। ধর্মপ্রাণ মুসলমানরা কখনই রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম নিয়ে কটুক্তকারীদের এ দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে।
নেতৃবৃন্দ সরকারকে উদ্দেশ্য করে রাখাল রাহা ও গালিব গংদের ফাঁসির দাবি করে বলেন, অবিলম্বে ইসলাম দেশ ও মানবতা বিরোধী সকল চক্রান্ত বন্ধ করতে হবে। বিশেষ করে শিক্ষা কমিশন থেকে চিহ্নিত সকল নাস্তিককে অপসারণ করতে হবে। অন্যথায় এ দেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতা চক্রান্তকারী নাস্তিক-মুরতাদদের দাঁত ভাঙ্গা জবাব দিবে।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শিক্ষা কমিশন থেকে চিহ্নিত সকল নাস্তিককে অপসারণ, ইসলাম দেশ ও মানবতা বিরোধী সকল চক্রান্ত বন্ধ এবং রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম নিয়ে কটুক্তকারী রাখাল রাহা গংদের ফাঁসির দাবিতে শুক্রবার বিকেলে নগরীর ডাকবাংলা মোড়ে জেলা ইমাম পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সমাবেশে জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. সালেহ সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মুশতাক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হক, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সদর থানা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, রুপসা উপজেলা সভাপতি মাওলানা হেকমত আলী, দাকোপ উপজেলা সভাপতি মাওলানা মুজিজুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button