স্থানীয় সংবাদ

যশোর সীমান্তে বিজিবি অভিযানে ১৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার : আটক ১

যশোর ব্যুরো ঃ যশোরে বিজিবি সীমান্ত এলাকায় দায়িত্বে থাকা সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করেছে। এসময় এক চোরাকারবারিকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়োজিত বিজিবি সদস্যদের তৎপরতা জোরদার করা হয়েছে।
গত ২৮ শে ফেব্রুয়ারি বেনাপোলসহ শার্শার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আসা বিভিন্ন ধরনের অবৈধ পণ্য উদ্ধার করেন। এ সময় চোরাচালানি মালামাল বহনের অভিযোগে যশোরের শার্শা থানার রাড়িপুকুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেনকে (৩৫) আটক করা হয়।
উদ্ধার হওয়া চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক,কম্বল,কিসমিস, পান মসলা, চকলেট ও কসমেটিক্স সামগ্রী। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ১২ হাজার ৭ শত ৮০ টাকা।
আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ও মালামাল কাস্টমের জমা দেওয়ার প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button